কেরিয়ারের শুরু থেকেই কোহলির সঙ্গে ক্রমাগত তুলনা করা হয় বাবর আজমের। প্রতিভায় বিরাটের থেকে কোনও অংশে যে পিছিয়ে নেই, পাক দলনায়ক সেটা প্রমাণ করেছেন বারবার। যদিও সাম্প্রতিক ফর্মের নিরিখে কোহলিকে কয়েক ক্রোশ পিছনে ফেলে দিয়েছেন বাবর। কেন তিনি ওয়ান ডে-র এক নম্বর ব্যাটসম্যান, সেটা স্পষ্ট এই পরিসংখ্যানেই।