গত চারবারের ইতিহাসে এবারেই সবথেকে বেশি সাফল্য পেল ভারত। চলতি এশিয়ান গেমসের মেডেল ট্যালিতে ভারতের ঝুলিতে পাঁচটা পদক যুক্ত করেছে ভারতীয় স্কোয়াশ। যারমধ্যে রয়েছে ২টি সোনা, একটি রুপো ও ২টি ব্রোঞ্জ। ২০১০ থেকে যদি বিচার করা হয় তাহলে এই বছরেই সবথেকে বেশি সাফল্য পেয়েছে ভারতীয় স্কোয়াশ দল।