Shinku La tunnel in Ladakh: মোক্ষম চাল ভারতের, ১৫৮০০ ফুটে চিনকে হারাতে নিজে হতে বিস্ফোরণ ঘটালেন মোদী! Updated: 26 Jul 2024, 11:12 AM IST Abhijit Chowdhury ২৫তম বিজয় দিবস উপলক্ষে কারগিল গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই লাদাখের একটি নতুন টানেল তৈরির কাজের সূচনা করবেন মোদী। এর জন্যে তিনি নিজে হাতে বিস্ফোরণ ঘটান। এই টানেলের মাধ্যমে চিনের বিরুদ্ধে আরও একটি দাবার চাল খেলতে চলেছে ভারত।