New Garia to Ruby Metro New Timetable: অগস্টেই মেট্রোর সংখ্যা বাড়ছে নিউ গড়িয়া-রুবি লাইনে, চলবে রাতেও, রইল টাইমটেবিল Updated: 30 Jul 2024, 03:15 PM IST Ayan Das অগস্ট থেকেই মেট্রোর সংখ্যা বাড়ছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট) নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে। সকালে আরও তাড়াতাড়ি মেট্রো পরিষেবা চালু হবে। চলবে আরও রাত পর্যন্ত। শনিবারও মিলবে পরিষেবা। দেখে নিন নয়া টাইমটেবিল।