সম্প্রতি আদানি ইস্যুতে প্রকাশ্যে এসেছিল সুপ্রিম কোর্ট গঠিত কমিটির রিপোর্ট। প্রাথমিক সেই রিপোর্টে জানানো হয়েছিল যে আদানির তরফে কোনও বেনিয়মের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। সেই একই রিপোর্টে দাবি করা হয়েছে, আদানির শেয়ারে সন্দেহজনক ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে ৬টি সংস্থা।