S Jaishankar: ‘অনেকে অবাক হয়েছেন, কীভাবে ভারত সবাইকে রাজি করাল’, জি ২০ নিয়ে মার্কিন মুলুকে বার্তা জয়শঙ্করের Updated: 24 Sep 2023, 06:29 PM IST Sritama Mitra জয়শঙ্কর বলেন, ‘জি ২০ সম্মেলন নিয়ে বহু জনই অবাক হয়ে রয়েছেন যে, আমরা সত্যিই সকলকে একত্রিত করে ফেলেছি দেখে। ফলে এখনও এক ধরনের মানুষ রয়েছেন, যাঁরা স্তম্ভিত হয়ে রয়েছেন যে এটা সম্ভব হল কী করে। ’