জঘন্য ব্যাটিং, ততোধিক জঘন্য ফিল্ডিং - শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একলপ্তে এটাই হল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কয়েকটা বল, ইয়ন মর্গ্যানের একটা বল বাঁচানো এবং গুটিকয়েক ভালো শট ছাড়া কেকেআরের কাছে পুরো ম্যাচটাই হতাশাজনকভাবে কাটল। কোন কোন কারণে টানা চার ম্যাচে হারল কেকেআর? দেখে নিন একনজরে -