আজ রাজ্যের আট জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই আবহে এই আট রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে রাজ্যের প্রায় সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া বিদ্যুৎ চমকাতে পারে সব জেলায়। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে জেলায় জেলায়।