চৈত্রের শেষে তীব্র দাবদাহ বঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। এরই মধ্যে আজ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের চার জেলায়। আলিপুর হাওয়া অফিস দুপুরের বুলেটিনে জানিয়েছে, দক্ষিণবঙ্গের চার জেলায় বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে চলেছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক হতেই চলেছে।