দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে কি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? এ প্রশ্নের জবাব খুঁজতে সবাই মুখিয়ে আছেন। আর দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী জানিয়ে গেলেন, জহানেসবার্গে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করতে মুখিয়ে আছেন তিনি।