বাংলা নিউজ >
ছবিঘর > OFC vs FCG, ISL 2023-24: জয় গুপ্তর বিশ্বমানের গোল, গোয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র, ঘরের মাঠে ৩ পয়েন্ট পাওয়া হল না ওড়িশার
OFC vs FCG, ISL 2023-24: জয় গুপ্তর বিশ্বমানের গোল, গোয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র, ঘরের মাঠে ৩ পয়েন্ট পাওয়া হল না ওড়িশার
Updated: 09 Feb 2024, 11:08 PM IST Tania Roy
ওড়িশা ম্যাচ ড্র করলেও শীর্ষস্থানই ধরে রাখল। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। ওড়িশার চেয়ে ৩ ম্যাচ কম খেলে গোয়ার পয়েন্ট ২৮। তারা রয়েছে দুইয়ে। তিন এবং চারে রয়েছে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স (১৩ ম্যাচে ২৬ পয়েন্ট) এবং মুম্বই সিটি এফসি (১২ ম্যাচে ২২ পয়েন্ট)। মোহনবাগান (১১ ম্যাচে ২০ পয়েন্ট) রয়েছে পাঁচে।