NPS App: ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্টের নয়া অ্যাপে সমস্যা হচ্ছে? কী করণীয়, জানাল কর্তৃপক্ষ
Updated: 04 Aug 2023, 04:50 PM ISTট্রাস্ট তার সোশ্যাল মিডিয়া পোস্টে এক লিঙ্ক শেয়ার করেছে। সেখানে গিয়ে সমস্যার কথা জানাতে হবে। অভিযোগকারীর ফোন নম্বর, PRAN নম্বর সঙ্গে দিতে হবে।
এবার এসে গেল ‘ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট’ এর তরফে নয়া অ্যাপ। সদ্য এই অ্যাপ তারা নিয়ে এসেছে। এই অ্যাপের মাধ্যমে এনপিএস স্কিমে যাঁদের টাকা রয়েছে, তাঁরা সেই ফান্ডের গতিবিধি সম্পর্কে অবহিত থাকতে পারবেন। এছাড়াও নিজের অ্যাকাউন্ট ফোনের এক ক্লিকেই নিজেই দেখেশুনে রাখতে পারবেন।
পরবর্তী ফটো গ্যালারি