Nipah Virus Case and Symptoms: পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস! কেরলে মৃত ১, সতর্ক থাকতে উপসর্গ দেখে নিন
Updated: 16 Sep 2024, 05:15 PM ISTনিপা ভাইরাসের জেরে কেরলে ইতিমধ্যেই এক যুবকের মৃত্য... more
নিপা ভাইরাসের জেরে কেরলে ইতিমধ্যেই এক যুবকের মৃত্যুর খবর উঠে এসেছে। সাবধান থাকতে কী কী করণীয়? দেখে নিন।
ধীরে ধীরে দেশে ফের নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক বাড়ছে। সদ্য কেরলে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে নিপা ভাইরাসের জেরে। ২৪ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়েছে কেরলের মালাপ্পুরমের হাসপাতালে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একটি জরুরি বৈঠক ডেকে প্রটোকল অনুযায়ী সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। (প্রতীকী ছবি)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি