New Timetable and Local train from Today: আজ থেকে বদলে গেল পূর্ব রেলের টাইমটেবিল, এদিকে চালু হচ্ছে নয়া লোকাল ট্রেন Updated: 01 Oct 2023, 10:03 AM IST Abhijit Chowdhury আজ, ১ অক্টোবর থেকে বদলে গেল পূর্ব রেলের সময়সূচি। এই আবহে আজ থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের সময় বদলে যাবে। এদিকে শহরতলির উদ্দেশে একাধিক নতুন ট্রেনও ছুটতে শুরু করবে। এই আবহে দেখে নিন কোন কোন ট্রেন ছাড়বে ভিন্ন সময়ে...