'মিথ্যা', Australia-র সম্পত্তির পরিবর্ত ৪০০ মিলিয়ন ডলারের ঋণের দাবি ওড়াল আদানি Updated: 28 Feb 2023, 10:23 PM IST Soumick Majumdar আদানি গ্রুপের অস্ট্রেলিয়ায় বিশাল ব্যবসা। সেখানে কারমাইকেল কয়লা খনি, নর্থ কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনাল (NQXT) এবং অস্ট্রেলিয়ায় একটি সৌরবিদ্যুত্ কেন্দ্র চালায় আদানি গোষ্ঠী।