6th Pay Commission DA Protest: 'কাজ না করে অধিকার আদায়ের আন্দোলন…', ডিএ ইস্যুতে বেতন নিয়ে বড় মন্তব্য মন্ত্রীর Updated: 15 May 2023, 12:10 PM IST Abhijit Chowdhury ডিএ আন্দোলনের সেঞ্চুরি পার হয়েছে। তবে এখনও সেই আন্দোলন জারি রয়েছে। আগামীতেও তা জারি থাকবে বলেই আভাস মিলেছে সরকারি কর্মীদের তরফ থেকে। এরই মাঝে এবার ডিএ আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।