হৃদয়ভঙ্গ হল মনু ভাকেরের। প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ২৫ মিটার পিস্তলে শ্যুট-আউটে হেরে গিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় তারকা। তার ফলে অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিক হল না। কিন্তু তিনি প্যারিসে যা করেছেন, তা অলিম্পিক্সের ইতিহাসে (স্বাধীনতার পর থেকে) কোনও ভারতীয় করতে পারেননি।