Manmohan Singh Legacy: তিনি আজ নেই, তবে চিরকাল থেকে যাবে তাঁর ছায়া, তিনি - ডঃ মনমোহন সিং Updated: 27 Dec 2024, 07:39 AM IST Abhijit Chowdhury রাজনীতিবিদ কম, সংস্কারক বেশি। এই ছিলেন মনমোহন সিং। অর্থমন্ত্রী হিসেবে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দুই বছরেই দশ গুণ বাড়িয়েছিলেন। আবার প্রধানমন্ত্রী হিসেবে চালু করেছিলেন আধার থেকে ১০০ দিনের কাজ, খাদ্য সুরক্ষা আইন।