Manchseter United wins- কোচের পদে এসেই ম্যান ইউকে বদলে দিয়েছেন নিস্তেলরয়! এবার ইউরোপা লিগে জয় লেজিওর বিরুদ্ধে… Updated: 08 Nov 2024, 09:00 AM IST Moinak Mitra ইউরোপা লিগের ম্যাচে দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। লেজিওর বিরুদ্ধে ২-০ গোলে জিতল কাসেমেইরো, ব্রুনো ফার্নান্দেজরা। সিনিয়র সদস্যরা দলের গোল না পেলেও, ম্যান ইউকে জেতালেন ২২ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার আমাদ দিয়ালো। আইভরি কোস্টের এই ফুটবলারই ইউরোপা লিগের ম্যাচে ঘরের মাঠে জোড়া গোল করে গেলেন।