‘মমতা’ পেল শীতলকুচিতে নিহতের সদ্যোজাত সন্তান, ভাইরাল স্নেহের পরশের ছবি Updated: 14 Apr 2021, 05:32 PM IST Ayan Das নিষেধাজ্ঞা উঠতেই প্রতিশ্রুতি মতো কোচবিহারের মাথাভাঙায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে নিহত পাঁচজনের পরিবারের সদস্যদের দেখা করেন। এক নিহত ব্যক্তির সদ্যোজাত সন্তানকেও কোলে তুলে নেন তিনি। ভরিয়ে দেন স্নেহে। দেখুন সেই ছবি -