Majherhat metro maiden trial run: প্রথমবার ট্রায়াল রান মাঝেরহাট মেট্রোয়! রইল অবিশ্বাস্য সুন্দর ছবি, উদ্বোধন কবে? Updated: 13 Jan 2024, 03:54 PM IST Ayan Das মাঝেরহাট মেট্রো - কবে সেখানে পরিষেবা চালু হবে? দক্ষিণ শহরতলির মানুষদের কাছে সেই প্রশ্নটার জবাব যেন এতদিন অনেকটা অস্পষ্ট ছিল। কিন্তু আজ একটা স্পষ্ট ধারণা মিলল। কারণ এতদিন ট্রেন থেকে যে স্টেশনটা তৈরি হতে দেখেছেন, আজ সেই স্টেশনে মেট্রোর ট্রায়াল রান হল।