মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেই টেস্ট পেপার পড়ুয়াদের হাতে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের অধীনে থাকা সকল স্কুল ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের। নির্দেশিকায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব সেই সব টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিতে ব্যবস্থা করতে হবে। পর্ষদ অনুমোদিত স্কুলের প্রধান শিক্ষকদেরও বলা হয়েছে যাতে তাঁরা অবিলম্বে বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে টেস্ট পেপার পেতে যোগাযোগ করেন।