LPG Cylinder Subsidy: গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বাবদ ২০০ টাকা কি সবাই পাবেন? এই প্রশ্ন জেগেছে অনেকেরই মনে। তৈরি হয়েছে জল্পনা। তবে বৃহস্পতিবার সরকারের তরফে এই নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হল। আপনি যদি উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগী না হন তাহলে আপনি প্রতি গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি পাবেন না। পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন উজ্জ্বলা প্রকল্প সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে গিয়ে একথা জানিয়েছেন বৃহস্পতিবার।