'খুদা গাওয়া' থেকে 'কাবুল এক্সপ্রেস'; রইল বলিউডের আফগানিস্তান সফরের তালিকা Updated: 20 Aug 2021, 07:20 PM IST Rahul Majumder ১৯৭৫ সালে ফিরোজ খানের 'ধর্মাত্মা' দিয়ে শুরু। এরপর একে একে অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, সইফ অনেকেই পা রেখেছেন আফগানিস্তানে। উদ্দেশ্য, নিজেদের ছবির শুটিং। বলিপাড়ার যেসব ছবিতে ধরা পড়েছে আগানিস্তানের ছবির মত সুন্দর পরিবেশ, রইল তার তালিকা।