Liquor rate: সস্তা হয়ে গেল মদ, ওই রাজ্যে বিক্রি হবে জলের দরে, বিরাট খবর! Updated: 06 May 2023, 09:43 PM IST Satyen Pal এক ধাক্কায় কমে যাচ্ছে অনেকটাই। দ্রুত এই দাম লাগু হচ্ছে। সব মিলিয়ে সুরাপ্রেমীদের কাছে অত্যন্ত খুশির খবর। সস্তা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মদের দাম। এর জেরে এবার কম দামে পাওয়া যাবে মদ। এটা নিঃসন্দেহে অনেকের কাছে খুশির খবর।