মদ বিক্রি বাড়লে কোষাগার ভরে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির। এই আবহে মদ বিক্রি বৃদ্ধির জন্য অনেক সময়ই অনেক পদক্ষেপ করা হয় বিভিন্ন রাজ্যে। মদের ওপর ধার্য শুল্ক সরকারের পকেট ভরায়। এই আবহে পুজোর আগে মদ বিক্রি বাড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল এই রাজ্যের সরকার।