এলআইসি আইপিও নিয়ে আগ্রহের সীমা নেই। এই আবহে এলআইসি আইপিও সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ জেনে রাখা ভালো আইপিও আবেদনকাীদের। যাঁরা শেয়ারের জন্য এলআইসি আইপিওতে আবেদন করেছেন, তাঁরা আজকেই জানতে পারবেন তাঁদের আইপিও স্টেটাস। তবে কবে ডিমেট অ্যাকাউন্টে আসবে সেই শেয়ার? আবেদন সফল না হলে কবে নাগাদ মিলবে রিফান্ড?