LAC China-India Standoff Latest Update: গালওয়ান সহ ৪ জায়গা থেকে সরেছে সেনা, ডোভালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি চিনের Updated: 14 Sep 2024, 11:41 AM IST Abhijit Chowdhury সম্প্রতি ইউরোপে একটি অনুষ্ঠান থেকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর দাবি করেছিলেন, ৭৫ শতাংশ জায়গাতেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। আর জয়শংকরের সেই দাবির পরই এবার চিনা বিদেশ মন্ত্রক দাবি করল, বর্তমানে লাদাখে পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে।