চৈত্রর শেষ লগ্নে বঙ্গবাসীকে নাজেহাল করে রেখে দিয়েছে তীব্র গরম। বিগত বেশ কয়েকজিন ধরে ধাপে ধাপে চড়ছে পারদের গ্রাফ। আগামিকাল থেকে সেই ঊর্ধ্বমুখী যাত্রা অব্যাহত থাকবে। নতুন সপ্তাহে গরম আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে পূর্ব ভারতে একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আইএমডি।