Kolkata New Flight Route: কলকাতা থেকে নতুন রুটে চালু হবে বিমান পরিষেবা, 'স্পন্সর' করবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ১৯৯৯ Updated: 27 Dec 2023, 01:08 PM IST Abhijit Chowdhury এবার দমদম বিমানবন্দর থেকে ওড়িশার রাউরকেলা পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালু হতে চলেছে। জানা গিয়েছে, ওড়িশা সরকারের সাহায্যে এই রুটে বিমান উড়তে চলেছে। এই নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অফিস মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে।