Kolkata and WB Rain, Weather Forecast till 26 Dec: উপকূল ঘেঁষে বাঁক নিম্নচাপের, আজ থেকে বৃষ্টি বঙ্গে, তারপরই নামবে পারদ Updated: 20 Dec 2024, 08:44 AM IST Abhijit Chowdhury বঙ্গোপসাগরের নিম্নচাপটির মোড় ঘুরে গিয়েছে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে আজ বাংলার ৮ জেলায় বৃষ্টি হতে পারে। আগামিকাল সেই বৃষ্টি বাড়তে পারে। এরপর আবার কলকাতা সহ গাঙ্গেও দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে।