রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তাঁর শরীর খারাপ। এই আবহে ইডি হেফাজতে থাকলেও আদালতের নির্দেশে মন্ত্রীর খাবার আসছে বাড়ি থেকেই। তবে ইডি কাউকেই ভরসা করছে না। এই আবহে বালুর বাড়ি থেকে আসা খাবার আগে বালুর বাড়ির লোককেই খাওয়াচ্ছে ইডি।