রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে মিডঅফের ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা আউট হয়েছিলেন উমর নাজিরের বলে। কিন্তু রোহিত শর্মাকে আউট করার পরেও উমর নাজির মির এমসিএর মাঠে কোনওরকম সেলিব্রেশনই করেননি। দিনের শেষে পুলওয়ামা থেকে উঠে আসা এই বোলার জানালেন কেন তিনি রোহিতকে আউট করেও চুপ ছিলেন।