J&K, Haryana Heavyweight Candidates result: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী ভিনেশ, লজ্জার হার হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর
Updated: 08 Oct 2024, 09:32 AM IST Abhijit Chowdhury 08 Oct 2024 haryana assembly election result, jammu and kashmir assembly election result live update, omar abdullah election, vinesh phogat, bhupinder hooda, cpim, bjp, congress, jammu kashmir national conference, ন্যাশনাল কনফারেন্স, হরিয়ানা বিধানসভা ভোটের ফল, জম্মু ও কাশ্মীর ভোটের ফল, ওমর আবদুল্লা, ভিনেশ ফোগাট, ভূপেন্দ্র সিং হুডা, কংগ্রেস, বিজেপি, রবীন্দ্র রায়না, রবিন্দর রায়নাআজ জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। এই আবহে একনজরে দেখে নিন উল্লেখযোগ্য প্রার্থীদের ফলাফল। আপাতত কাশ্মীরে এগিয়ে আছেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লা। এদিকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা এগিয়ে আছেন। এগিয়ে ভিনেশ ফোগটও।
পরবর্তী ফটো গ্যালারি