Italy-তে খোলামেলা বাংলো পাবেন মাত্র ৮০ টাকায়! জনসংখ্যা বাড়াতে অভিনব স্কিম Updated: 23 Nov 2022, 07:41 PM IST Soumick Majumdar শুধু তাই নয়। পুগলিয়া অঞ্চলের প্রেসিকে নামের এই শহরে খালি প্লট কেনার জন্য আপনাকে একটি পয়সাও দিতে হবে না। বরং আপনাকে ৩০ হাজার ইউরো দেবে শহর কর্তৃপক্ষ। শর্ত একটাই।