Israel Hamas War Update: ইজরায়েল-হামাস সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ল আরও ২ দিন, লক্ষ্য আরও বন্দির মুক্তি Updated: 30 Nov 2023, 06:44 AM IST Sritama Mitra পণবন্দিদের মুক্তিতে ও ইজরায়েলে বন্দি প্যালেস্তিনীয়দের মুক্তির মাঝে আপাতত সংঘর্ষ বিরতি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গাজা। গত শুক্রবার থেকে এই সংঘর্ষ বিরতি শুরু হয়।