ISL 2023-24 Points Table: শীর্ষে মোহনবাগান, ইস্টবেঙ্গল কত নম্বরে? আজ ফের ISL শুরুর আগে দেখুন পয়েন্ট তালিকা Updated: 21 Oct 2023, 02:06 PM IST Ayan Das প্রায় দু'সপ্তাহ বিরতির পরে আজ থেকে ফের শুরু হচ্ছে আইএসএল। এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। আইএসএল শুরুর আগে দেখে নিন যে আপাতত পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে আছে। মোহনবাগান কোথায় আছে, ইস্টবেঙ্গল কোথায় আছে।