Indian Premier League 2024 Updated Points Table after DC vs RR Match: এই মুহূর্তে পয়েন্ট টেবলের অঙ্কের ধাঁধাঁয় বড় জট বেঁধে গিয়েছে। প্রথম দুই দলের পয়েন্ট ১৬ করে। এর পরের চার দলের পয়েন্ট আবার ১২ করে। বাকি চার দলের সংগ্রহ ৮ করে পয়েন্ট। কলকাতা, রাজস্থান কার্যত প্লে-অফে পৌঁছে গিয়েছে। বাকি দুই দল কারা?