দীপক হুডাকে বোল্ড করে বেগুনি টুপির দৌড়ে চাহালের আরও কাছে পৌঁছে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বুধবার ইডেনে আইপিএল-এর এক মরশুমে ২৫ উইকেটের মালিক হলেন তিনি। তবে আইপিএল কোয়ালিফায়ার টুতে যদি চাহালের থেকে বেশি উইকেট নেন এবং ফাইনালে পৌঁছান, তাহলে হাসারাঙ্গা বেগুনি টুপির দৌড় জিতেও যেতে পারেন।