Infosys Salary Hike: অবশেষে স্যালারি বাড়ছে Infosys কর্মীদের! কাদের ইনক্রিমেন্ট হবে? এরিয়ার মিলবে? Updated: 25 Oct 2023, 02:12 PM IST Ayan Das তৃতীয় ত্রৈমাসিকে সুখবর পাচ্ছেন ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের কর্মীরা। কারণ অবশেষে তাঁদের বেতন বাড়তে চলেছে। কাদের কাদের ‘ইনক্রিমেন্ট’ হবে, এরিয়ার কি মিলবে, দেখে নিন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য।