Indigo Passenger Death: মাঝ আকাশে রক্তবমি বিমানযাত্রীর, জরুরি অবতরণের পর মৃত্যু Updated: 22 Aug 2023, 09:27 AM IST Abhijit Chowdhury মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগোর বিমানে মর্মান্তিক ঘটনা। এক যাত্রী মাঝ আকাশে রক্তবমি করেন। পরে তাঁর অসুস্থতার জেরে নাগপুরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সেখানেই সেই যাত্রীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।