ICC Womens T20 World Cup-‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত
Updated: 05 Oct 2024, 08:35 AM ISTভারতের পরের ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। সম্মানরক্ষার ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চান হরমনপ্রীত কৌর। যদিও নিউজিল্যান্ড ম্যাচে হারের হ্যাঙ্গোভার এত দ্রুত কাটানো সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছেই। হরমনপ্রীত বলছেন, ‘আমরা আজ নিজেদের সেরাটা দিতে পারিনি। এত বড় মঞ্চে ভুলের কোনও জায়গা নেই’।
পরবর্তী ফটো গ্যালারি