4.7 crore jobs in India during FY24: ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে যোগ হয়েছে ৪.৭ কোটি চাকরি, দাবি RBI রিপোর্টে Updated: 09 Jul 2024, 10:51 AM IST Abhijit Chowdhury ভারতে কর্মসংস্থান নিয়ে সম্প্রতি সিটিগ্রুপ একটি রিপোর্ট পেশ করেছিল। তাতে দাবি করা হয়েছিল, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও কর্মসংস্থান বাড়াতে সমস্যা হবে। আর এরই মধ্যে গত অর্থবর্ষের কর্মসংস্থানের হার নিয়ে রিপোর্ট পেশ করল আরবিআই।