IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বোলিং বেজায় পছন্দ বুমরাহের, এই পরিসংখ্যানটি দেখলে চমকে যাবেন Updated: 16 Feb 2024, 09:44 PM IST Tania Roy শুক্রবার ভারতীয় ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন জসপ্রীত বুমরাহ। তিনি ২৮ বলে ২৬ করেন। তাঁর ইনিংসে ভর করেই সাড়ে চারশোর কাছাকাছি পৌঁছয় ভারতের স্কোর। ৪৪৫ রানে থামে রোহিতদের ইনিংস।