আজ সেইদিন। গত ৫ অক্টোবর আমদাবাদ থেকে যে যাত্রা শুরু হয়েছিল, ১৯ নভেম্বর সেই আমদাবাদেই শেষ হতে চলেছেন বিশ্বকাপের যাত্রা। আর ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ঘিরে উন্মাদনা তুমুল বৃদ্ধি পেয়েছে। মাঠের প্রতিটি কোণা ভরতি থাকবে বলে আশা করা হচ্ছে।