২০ বছর আগের যন্ত্রণাটা ফের নতুন করে ফিরে এল রাহুল দ্রাবিড়ের। সময়, পরিস্থিতি, ভূমিকা- সবটা বদলালেও তীব্র যন্ত্রণার জায়গাটা একই থাকল মিস্টার ডিপেন্ডেবলের। পার্থক্য শুধু, ২০০৩ বিশ্ব কাপে প্লেয়ার হিসাবে দ্রাবিড়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। আর ২০ বছর পর আরও একবার একই যন্ত্রণা পেলেন, তবে এবার কোচ হিসাবে।