পাঁচটি এস-৪০০ সিস্টেমের জন্য রাশিয়ার সঙ্গে বেশ কয়েক বছর আগেই চুক্তি করেছিল ভারত। এর মধ্যে ইতিমধ্যেই তিনটি সিস্টেম এসে গিয়েছে দেশে। তবে এখনও দু'টি সিস্টেম আসা বাকি। সেই সিস্টেম দু'টির আগমনে বিলম্ব হচ্ছে ইউক্রেন যুদ্ধের জেরে। এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী।