Howrah Division Local Train Cancel: প্যান্টোগ্রাফে জড়াল ওভারহেড তার, হাওড়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল, বাতিল ২টি লোকাল Updated: 01 Jul 2024, 09:20 AM IST Abhijit Chowdhury হাওড়া-আমতা সেকশনে বড়গাছিয়া স্টেশন কাছে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। এর জেরে দক্ষিণ-পূর্ব রেলের এই রুটে বন্ধ লোকাল ট্রেন চলাচল। সকাল থেকে এই নিয়ে বাতিল হয়েছে দু'টি লোকাল ট্রেন।