কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবারও জ্বালানির উপর ধার্য উইন্ডফল ট্যাক্সে পরিবর্তন করেছে। বৃহস্পতিবার সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, অশোধিত জ্বালানি, ডিজেল এবং জেট ফুয়েলের (এটিএফ) উপর উইন্ডফল ট্যাক্সের নতুন হার জারি করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তিতে স্বস্তি পেয়েছে রিফাইনারি কোম্পানিগুলো। পাশাপাশি কিছু ক্ষেত্রে খানিকটা ধাক্কাও লেগেছে। এই সিদ্ধান্ত রিলায়েন্স এবং ওএনজিসির মতো সংস্থাগুলিকে প্রভাবিত করবে।