গত তিনদিনে কলকাতায় তিন দফায় বাড়ল সোনার দাম। আজ কলকাতায় একলাফে ৬০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর। এই আবহে গত তিনদিনে সোনার রেট বেড়েছে ১০ গ্রামে ১৪৫০ টাকা। উল্লেখ্য, বাজেটের পরে হু হু করে নেমেছিল সোনার দাম। তবে সেই রেশ কাটতেই ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু।